মঙ্গলবার ০৭ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ০২ ডিসেম্বর ২০২৪ ১৬ : ০৬Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: দেড় বছরের টাকা দ্বিগুণ হবে। মোটা সুদের প্রলোভন দিয়ে প্রায় ৩০ কোটি টাকা প্রতারণা করে বেপাত্তা বাবা ও দুই ছেলে। প্রতারিত আমানতকারীরা বিচারের দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়ায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবড়ার আশরাফাবাদ কলোনির বাসিন্দা বাবা গৌতম মণ্ডল ও তাঁর দুই ছেলে গৌরব ও চন্দন দৈনিক সঞ্চয় একটি প্রকল্প খুলেছিলেন। গ্রামের গরিব মানুষের কাছে তাঁরা আশ্বাস দিয়েছিলেন, দৈনিক সঞ্চয় করলে দেড় বছরের মাথায় দ্বিগুণ টাকা ফেরত দেবেন। সরল বিশ্বাসে বিভিন্ন বাজারের দোকানদার, ফেরিওয়ালা, দিনমজুর, টোটোচালকরা দৈনিক সঞ্চয়ের ওই ফাঁদে পা দিয়েছিলেন। প্রতিদিন সন্ধ্যাবেলা গৌতম ও তাঁর ছেলেরা বিভিন্ন জায়গায় টাকা সংগ্রহ করতে যেতেন। অল্প সময়ের মধ্যে অনেক টাকা ফেরত পাওয়ার আশায় দৈনিক সঞ্চয়ের ওই প্রকল্পে অনেকেই টাকা জমিয়েছিলেন। চলতি ডিসেম্বর মাসে বহু আমানতকারীর সঞ্চয়ের মেয়াদ শেষ হয়েছে। কবে টাকা ফেরত পাবেন তা নিয়ে তাঁরা বাবা ওই দুই ছেলের সঙ্গে কথা বলতে থাকেন। গৌতম ও তাঁর ছেলেরা দু'-চার দিনের মধ্যে টাকা ফেরত দেবেন বলে আশ্বাসও দিয়েছিলেন।
রবিবার সকালে আমানতকারীরা জানতে পারেন, গৌতম ও তাঁর দুই ছেলে গৌরব ও চন্দন বেপাত্তা হয়ে গিয়েছেন। আমানতকারীরা আশরাফাবাদ কলোনিতে তাঁদের বাড়িতে ভিড় করেন। পরিবারের লোকেরা জানান, গৌতম ও তাঁর দুই ছেলে বাড়িতে নেই। অনেকেই মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু গৌতম ও তাঁর ছেলেদের মোবাইল ফোনের সুইচ বন্ধ ছিল। প্রতারিত আমানতকারীরা তখন হাবড়া থানার দ্বারস্থ হন। বিষয়ের গুরুত্ব বুঝে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনার তদন্ত নামে। গৌতমের শাশুড়ি ও এক পুত্রবধূকে পুলিশ আটক করেছে।
আমানতকারী প্রৌঢ়া জয়ন্তী দাস বলেন, 'অশোকনগর রেল স্টেশনে আমি খাবার ফেরি করি। মেয়ের বিয়ের জন্য আমি দৈনিক সঞ্চয়ের ওই প্রকল্পে টাকা জমিয়েছিলাম। ডিসেম্বর মাসে আমার টাকা ওঠার কথা ছিল। তার আগেই ফান্ডের কর্ণধার গৌতম মণ্ডল ও তার দুই ছেলে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন। জানি না আর টাকা ফেরত পাব কিনা। সুবিচারের দাবিতে আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি।'
অশোকনগর খোশদেলপুরের বাসিন্দা খোদাবৎ সাহাজি বলেন, 'আমি একটি মাংসের দোকান চালাই। ওই ফান্ডে চারটি বই করেছিলাম। ৫ লক্ষ করে মোট ২০ লক্ষ টাকা আমার পাওয়ার কথা ছিল। তার আগেই শুনতে পাচ্ছি, ফান্ডের মালিক পালিয়ে গিয়েছেন। জানি না টাকা আর ফেরত পাব কিনা।'
পুলিশ গ্রাহকদের অভিযোগ লিপিবদ্ধ করেছে। পলাতক গৌতম ও তাঁর দুই ছেলের খোঁজে পুলিশ তল্লাশি শুরু হয়েছে। তদন্তের স্বার্থে গৌতামের পরিবারের দুই মহিলাকে পুলিশ আটক করে থানায় নিয়ে এসেছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ ওই সঞ্চয় প্রকল্পের কর্ণধারদের নাগাল পাওয়ার চেষ্টা করছে।
#Habra#Habranews#districtincident#fraudnews#money
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
সততার অনন্য নজির, লক্ষাধিক টাকার গয়েনা ভর্তি ব্যাগ ফেরালেন গরিব টোটো চালক...
সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি নিয়ে ভারতকে বাধার অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে ...
শীতের আমেজে দিঘায় শুরু মিষ্টি উৎসব, স্টলে স্টলে উপচে পড়া ভিড়, কী দাবি তুললেন ব্য়বসায়ীরা? ...
মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর চালু নলগোড়া ও ধোসাহাট সেতু, স্বস্তিতে স্থানীয়রা ...
যেখানে বাঘের ভয় সেখানে সন্ধের অপেক্ষায় বনকর্মীরা, মৈপীঠে খাঁচা পেতে হবে হৈ হট্টগোল ...
পুরুলিয়ায় পুলিশ কন্যা হত্যার কিনারা, গ্রেপ্তার ১...
কী অবস্থায় রাজ্যের পরিবহন? দেখতে পথে পরিবহনমন্ত্রী ...
বাংলাদেশ থেকে ছাড়া পাওয়া মৎস্যজীবীদের আর্থিক সহায়তা, 'দিদি'র প্রতি কৃতজ্ঞ মৎস্যজীবীরা...
জলা বুজিয়ে পাঁচিল! বন্ধ নিকাশি, জলযন্ত্রণায় ক্ষিপ্ত প্রায় আড়াইশো পরিবার...
শুভেন্দুর জেলায় বিজেপির বিরাট অস্বস্তি, তৃণমূলের দখলে মুগবেড়িয়া গ্রাম পঞ্চায়েত...
বাড়ি ফিরলেন রবি, সোনার ছেলেকে বরণ করে নিলেন গ্রামবাসীরা, ভালবাসায় আপ্লুত ফুটবলার...
অবশেষে মুক্তি! বাংলাদেশে আটক ৯৫ জন মৎস্যজীবী ফিরলেন দেশে, ভারত থেকে ফেরানো হল ৯০ জনকে...
ভাবাদিঘি বাঁচিয়ে অবিলম্বে হোক রেলপথ, গণ কনভেনশনে মত আন্দোলনকারীদের...
শ্রমিকদের সামাজিক সুরক্ষায় নবজাগরণ ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা, শ্রীরামপুরের সভায় বললেন সাংসদ ঋতব্রত...
এবিটি জঙ্গিদের সঙ্গে খাগড়াগড় বিস্ফোরণের মাস্টার-মাইন্ডের যোগ! এসটিএফ-এর হাতে চাঞ্চল্যকর তথ্য ...